উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাদ্যযন্ত্র প্রদান আদিবাসীদের।

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও আদিবাসী সম্প্রদায়কে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ বিডিও অফিসে। গ্রীষ্মের তাপ প্রবাহের জেরে প্রতি বছর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়। আর সেই রক্তের অভাব পুরোনের জন্য সচরাচর বিভিন্ন রাজনৈতিক দল কিংবা অন্যান্য সংগঠন রক্তদান শিবিরের মধ্য দিয়েই জেলা হাসপাতালের রক্তের অভাব দুর করে থাকে। এই দাবদাহে রায়গঞ্জ জেলা হাসপাতালের রক্তের অভাব মেটাতে এদিন এগিয়ে আসেন সরকারি কর্মচারী ও জন প্রতিনিধিরা। জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি সহ কালিয়াগঞ্জের ৮ টি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিডিও অফিসে এদিন একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। মঙ্গলবার এই শিবিরের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা শাসক আয়েশা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রকাশ মিধা। কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ গ্রামের প্রধানরা। এই শিবিরে মঙ্গলবার সরকারি কর্মচারী সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জন প্রতিনিধিরা ছাড়াও বহু সাধারন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। প্রায় ১০০ জনের বেশি রক্তদাতা এদিন রক্তদান করে এই শিবিরে। জেলা শাসক আয়েশা রানী জানান, প্রতি মাসে ১৫০০ ইউনিট রক্তের প্রয়োজন হয় জেলা হাসপাতালে। তাই এই রকম শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদানের পাশাপাশি এদিন আদিবাসী সম্প্রদায়দের বাদ্যযন্ত্র ও ঢাক ৪০ জনকে প্রদান করা হয়। বাদ্যযন্ত্র পেয়ে খুশি আদিবাসী ও ঢাকিরা।